ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু
প্রতীকী ছবি

আজ থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> বুধবার থেকে সব সিটে যাত্রী নেবে ট্রেন

> ট্রেনের টিকিট বিক্রি হবে অর্ধেক

> ১৬ সেপ্টেম্বরের মধ্যে চলবে সব ট্রেন

> ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না

  • সর্বশেষ
  • পঠিত