ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

মিথ্যা বিজ্ঞাপণ দিয়ে প্রতারণায় জরিমানা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

মিথ্যা বিজ্ঞাপণ দিয়ে প্রতারণায় জরিমানা

বগুড়ায় মিথ্যা বিজ্ঞাপন ও প্রতারণা করে পণ্য উৎপাদন করায় জেনারেল এগ্রোকেয়ারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের বিসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান। আদালতকে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জেলা শহরের শিল্প অঞ্চল বিসিকে জেনারেল এগ্রোকেয়ার মিথ্যা বিজ্ঞাপন ও প্রতারণা করে পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত