ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

রাঙামাটিতে পর্যটকের উপর হামলা, বৈজ্ঞানিক কর্মকর্তা আহত

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪১  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

রাঙামাটিতে পর্যটকের উপর হামলা, বৈজ্ঞানিক কর্মকর্তা আহত

রাঙামাটিতে দোকান কর্মচারীর হামলায় জেলার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান আহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের তবলছড়ি ঝুলন্ত সেতু গেটে বনানী টেক্সাটাইল দোকানে এ হামলা করে দোকানের এক কর্মচারী।

আহত শাহিনুর রহমানকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহিনুর রহমান জানান, দুপুরে ঝুলন্ত সেতু এলাকায় বেড়াতে যান। সেখানে একটি জিনিস কিনতে সেতু গেটের সাথে লাগানো বনানী টেক্সটাইলের দোকানে প্রবেশ করেন। পছন্দের জিনিসটি বেশী চাওয়ায় তিনি কমাতে বলেন। এতে দোকানের কর্মচারী ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।

তিনি বলেন, ঘটনাটি আমি জেলা প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু তারা এখনো কোন ব্যবস্থা নেয়নি।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। হামলাকারী দোকানের কর্মচারীকে এখনো আটক করেনি পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত