ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পাটুরিয়া ঘাটে ৮ শতাধিক যানবাহনের সারি

  শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

পাটুরিয়া ঘাটে ৮ শতাধিক যানবাহনের সারি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা সঙ্কট, নদীতে স্রোত ও ঘাট সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে গত প্রায় ১০ দিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি পারাপারের অপেক্ষায় বাস ও কোচসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘাট এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ফেরি সংখ্যা বাড়ানো হলেও ঘাট যানজট কমছে না।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিনই ঘাট এলাকায় প্রায় ৪-৫শ' যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ৭-৮শ' যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। এ কারণে প্রায় প্রতিদিনই ৪-৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে।

বুধবার পাটুরিয়া ঘাট এলাকা ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত প্রায় ৮ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে দুপুরের পর থেকে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম দেখা যায়।

এদিকে নাব্যতা সঙ্কটের কারণে প্রায় দুই মাস ধরে পাটুরিয়া ফেরিঘাটের বেসিনে ড্রেজার দিয়ে পলি অপসারণ করায় ফেরিগুলো ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে। ঘাটের পকেট বন্ধ রেখে ড্রেজিং করায় যানবাহন অনেক কম পারাপার হচ্ছে। ফেরিগুলো সরাসরি ঘাটে ভিড়তে পারছে না।

গত তিনদিন ধরে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ট্রাকচালক আমেজ শেখ জানান, গত সোমবার দুপুরে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েছেন। কিন্ত ঘাটে যানজটের কারণে বুধবার বিকেল ৪টায়ও ফেরিতে ওঠতে পারেননি তিনি।

এরকম প্রায় ৮ শতাধিক ট্রাক ও কিছু বাস ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে।

আরিচা আফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা সঙ্কট, নদীতে প্রচণ্ড স্রোত এবং ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হওয়ায় ঘাট এলাকায় কয়েকশ' ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির দুইটি ফেরি বিকল থাকায় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত