ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গোপন তথ্য ফাঁস করায় শিক্ষকের অদ্ভুত কাণ্ড!

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২

গোপন তথ্য ফাঁস করায় শিক্ষকের অদ্ভুত কাণ্ড!
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেয়ার কথা ফাঁস করায় শিক্ষার্থীদের সনদ আটকে রাখার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী প্রধান শিক্ষক আফসার আলী রানার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই পাঁচ শিক্ষার্থী নম্বরপত্র নেওয়ার সময় ২০০ টাকা দিতে হয়েছে। বিষয়টি গোপন রাখতে বলেন প্রধান শিক্ষক আফসার আলী। কিন্তু পরে তারা বিষয়টি প্রকাশ করে দেয়। এতে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হন। পরে মূল সনদ বিদ্যালয়ে এলে তা তুলতে গেলে তিন মাস ধরে টালবাহানা করছেন প্রধান শিক্ষক।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আফসার আলী রানা বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোনো লাভ নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষক সনদ না দিলে ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত