ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ধর্ষণের মিথ্যা মামলা করায় ৫ বছরের কারাদণ্ড

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

ধর্ষণের মিথ্যা মামলা করায় ৫ বছরের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে জয়পুরহাটে শিশু ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে মোরশেদুল সরকার নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় প্রদান করেন। একই সাথে এ মামলার আসামী মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতির আদেশ বিচারক।

দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল মোরশেদুল সরকার তার বাক-প্রতিবন্ধি কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ এনে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মেহেদী হাসানের (৩৪) বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করেন। মামলার এক মাস পর পুলিশ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে।

আদালতে আইনজীবিদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, মামলার আসামী মেহেদী হাসানের সাথে বাদী মোরশেদুলের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল বলে মেহেদী হাসানকে ফাঁসাতেই এমন ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে।

এ মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন, অ্যাডঃ হেনা কবীর ও বাদী পক্ষের সরকারি আইনজীবি ছিলেন অ্যাডঃ ফিরোজা চৌধূরী।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> হারাতে বসেছে বাঙালির ঐতিহ্যের নৌকা বাইচ

> পানির নিচে কৃষকের স্বপ্ন

> পতিতালয়ের করোনা যেন ‘মরণ’

> অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

> জেলায় জেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপ

> বাল্যবিয়ে ভাঙলেন এসিল্যান্ড

  • সর্বশেষ
  • পঠিত