ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

মিঠাপুকুরে ভালো রাস্তা খুঁড়ে বাড়ানো হয়েছে ‘দুর্ভোগ’

  ​রংপুর প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৬:৩৪  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২০, ১৬:৩৬

মিঠাপুকুরে ভালো রাস্তা খুঁড়ে বাড়ানো হয়েছে ‘দুর্ভোগ’
ছবি: সংগৃহীত

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাইওয়ে সংলগ্ন কাচারী জামে মসজিদ থেকে কবি নজরুল বিদ্যাপিঠ পর্যন্ত সড়কটি কাঁচা ছিল। হিয়ারিং করবার জন্য মে মাসে খোঁড়া হয় সড়কটি। খোঁড়ার পর ফেলা হয় বালু। এরপর স্থবির হয়ে হয়ে রাস্তা উন্নয়নের কাজ। এই সড়কটি দিয়ে চলাচল করতে হয় প্রায় ৫ শ পরিবারের লোকজনের। বৃষ্টি হলেই কাঁদায় চলাচলে বিঘ্ন ঘটে। চলাচল করতে পারে না কোন ধরনের যানবাহন। আবার রাস্তাটি খুঁড়ে রাখার কারণে ধূলা-বালিতেও ব্যাপক অসুবিধার মধ্যে পড়েন এলাকাবাসী।

এমনি অবস্থা হয়েছে যে, এলাকার দরিদ্র ২০ জন ভ্যানচালক আয়হীন হয়ে পড়েছেন। বৃষ্টি হলে খালি ভ্যান টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। সড়কটির বেহাল দশার কারণে সম্প্রতি কয়েকদফা প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, এই সড়কটি খোঁড়ার পরে বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি। সড়কের কাজ এক সপ্তাহের মধ্যে ধরা হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমাদের মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত