ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৮২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ১৫:৪৭  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২০, ১৫:৫১

করোনায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৮২
ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৫ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮০ হাজার ৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের ম‌ধ্যে শূন্য থে‌কে ১০ বছ‌রের একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১০ জন।

বিভাগ অনুযায়ী, ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে তিনজন, সি‌লেট একজন, রংপুর বিভাগে তিনজন এবং ময়মন‌সিং‌হে একজন র‌য়ে‌ছেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২২ সেপ্টেম্বর সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

আরও পড়ুন

> ২ অক্টোবরের করোনা আপডেট

> ১ অক্টোবরের করোনা আপডেট

> ২৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৭ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৬ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৫ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৪ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২১ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২০ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত