ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পোড়া তেলে খাদ্য প্রস্তুতের অভিযোগে জরিমানা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ২২:০৫

পোড়া তেলে খাদ্য প্রস্তুতের অভিযোগে জরিমানা
ছবি: প্রতিনিধি

পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য প্রস্তুত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ কেন্দ্রে শাহী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, জেলা শহরে টিএ রোডের শাহী বেকারির কারখানায় গিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য প্রস্তুত করতে দেখা যায়। এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারায় ৫ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্য সম্মত উপায়ে খাদ্য পণ্য প্রস্তুত করতে বলা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এসময় প্রসিকিউটর হিসাবে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সফিউর রহমান।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত