ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে নারী-শিশু নির্যাতনরোধে বিট পুলিশিং সমাবেশ

  রামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৫:১৫  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০২০, ১৫:২৪

রামগঞ্জে নারী-শিশু নির্যাতনরোধে বিট পুলিশিং সমাবেশ

পুলিশই জনতা, জনতাই পুলিশ ও নারী ধর্ষণ এবং শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে দেশের সমসাময়িক পরিস্থিতি ও নারী ধর্ষণ এবং শিশু নির্যাতন প্রতিরোধে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী।

শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ৩নং ভাদুর ও ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভাদুর ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ওসি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন খাঁন, ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানাজ আক্তার, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ খাঁন, রামগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির, সৌরভ হোসেন, মহসিন চৌধুরী, ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দানিছ মিয়া, ইউপি সদস্য আ. আজিজ, ইছাপুর ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথি ওসি আনোয়ার হোসেন নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ও এইসব অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত