ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

তিন লাশ উদ্ধার: হত্যার কথা স্বীকার ছোট ভাইয়ের

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১১:৪১

তিন লাশ উদ্ধার: হত্যার কথা স্বীকার ছোট ভাইয়ের

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া এলাকায় স্বামী-স্ত্রী ও তাদের শিশু সম্তানকে হত্যার কথা স্বীকার করেছেন নিহত আসাদের ছোট ভাই দ্বীন ইসলাম।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িসংলগ্ন বাঁশঝাড়ে মাটি খুঁড়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহত আসাদের ছোট ভাই দ্বীন ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) রাত থেকে ওই গ্রামের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) ও শিশুপুত্র লিয়ন (৭) বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

ওই রাতেই তাদের মেজো ছেলে মোফাজ্জল এ ঘটনা কটিয়াদী মডেল থানা পুলিশকে জানায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ে নতুন মাটি দেখে সন্দেহ হয় ঢাকা থেকে বাড়ি ফেরা বড় ছেলে তোফাজ্জলের।

খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় একই গর্ত থেকে মাটিচাপা দেয়া অবস্থায় এ তিনজনের মরদেহ উদ্ধার হয়।

ঘটনার পর নিহত আসাদের ভাই দীন ইসলাম, দুই বোন নাজমা ও তাসলিমা এবং তাসলিমার স্বামী ফজলু মিয়াকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছিল পুলিশ।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন- মাটি খুঁড়ে মিলল বাবা-মাসহ সন্তানের লাশ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত