ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৬ জন করোনায় আক্রান্ত

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৬ জন করোনায় আক্রান্ত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১২ জনসহ জেলায় নতুন ১৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলা করোনায় শনাক্ত সংখ্যা ২৬শ’ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২ হাজার ৬০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২ হাজার ৪৪৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রাতের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১২৩টি নমুনা রিপোর্টের মধ্যে ১৪ জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পিসিআর ল্যাবের ১১টি নমুনা রিপোর্টের মধ্যে ২ জনসহ জেলায় ১৬ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১২ জন ও কসবা উপজেলায় ১ জন, আশুগঞ্জ উপজেলায় ১ জন, বিজয়নগর উপজেলায় ১ জন ও আখাউড়া উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। তবে জেলায় আজকে কেউ সুস্থ হয়নি।

সর্বশেষ জেলায় ২ হাজার ৬০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৩ জন, আখাউড়া উপজেলায় ২১০ জন, বিজয়নগর উপজেলায় ৮১ জন, নাসিরনগর উপজেলায় ১০৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৮ জন, নবীনগর উপজেলায় ৪০৭ জন, সরাইল উপজেলায় ১২৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২১০ জন ও কসবা উপজেলায় ২৬৬ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২ হাজার ৪৪৮ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৫০ জন, আখাউড়া উপজেলায় ১৯০ জন, বিজয়নগর উপজেলায় ৭৭ জন, নাসিরনগর উপজেলায় ১০৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪ জন, নবীনগর উপজেলায় ৩৯২ জন, সরাইল উপজেলায় ১১৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২০৩ জন ও কসবা উপজেলায় ২৫৪ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ২ জন, নাসিরনগর উপজেলায় ১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩ জন, নবীনগর উপজেলায় ১১ জন, সরাইল উপজেলায় ১ জন ও কসবা উপজেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৬০৬ জন আক্রান্তের মধ্যে ২ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৯৭ জন আছে। হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২১ হাজার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে পাওয়া ২ লাখ ৯ হাজার ১২২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত