ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ছাত্রীকে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী উধাও

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৩০  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭

ছাত্রীকে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী উধাও
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে শরিফ মিয়া (২৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পলায়ন করেছে।

এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর মা সেলিনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১২) স্কুলের এসাইনমেন্টের খাতা জমা দিতে মঙ্গলবার সকালে স্কুলে যায়। পরে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে ধোপাঘাট এলাকা রাস্তায় থেকে ধোপাঘাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শরিফ মিয়া তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে যায়।

স্কুল ছাত্রী মা সেলিনা আক্তার জানান, দপ্তরী শরিফ মিয়া দীর্ঘদিন যাবত আমার মেয়েকে নানাভাবে উত্যক্ত করতো। ঘটনার দিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে শরিফ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে রাস্তায় থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। শরিফ উদ্দিন ধোপাঘাট গ্রামের আব্দুল মজিদের ছেলে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঐ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত