ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

আপিলে বৈধতা পেলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৩

আপিলে বৈধতা পেলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী
মেয়রপ্রার্থী ওয়াজেদ আলী মন্ডল

ঋণখেলাপির অভিযোগে রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়রপ্রার্থী ওয়াজেদ আলী মন্ডলের মনোনয়নপত্র গত ৩ জানুয়ারি বাছাইকালে বাতিল করা হয়। এরপর ওয়াজেদ আলী মন্ডল জেলা প্রশাসকের কাছে আপিল করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কক্ষে আপিল শুনানি হয়। পরে সন্ধ্যায় প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে তার সম্মেলন কক্ষে ওয়াজেদ আলী মন্ডলের মনোনয়নপত্র বহালের ঘোষণা করেন।

সেসময় প্রার্থীসহ আগতরা করতালির মাধ্যমে জেলা প্রশাসকের বক্তব্যকে স্বাগত জানান। প্রার্থীতা ফিরে পাওয়ার পর ওয়াজেদ আলী মন্ডল এক প্রতিক্রিয়ায় ন্যায়বিচার পেয়েছেন বলে বন্তব্য করেন।

এছাড়া ঋণখেলাপির অভিযোগে পাংশা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লার মনোনয়ন বাতিল করা হয়। তিনিও জেলা প্রশাসকের কাছে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

জেলা প্রশাসকের কক্ষে আপিল শুনানি

এদিকে, বেলা ১১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়রপ্রার্থী ওয়াজেদ আলী মন্ডলসহ তার সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেসময় ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কেন্দ্রীয় কৃষক লীগের সংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগৈর উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম জাহাঙ্গীর, আমজাদ হোসেন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, হেনা মুন্সি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বকর খানসহ কয়েকশ' নেতাকর্মী।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত