ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

আল্লামা শফীর মৃত্যু

বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ১৯:৪৪

বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই
ছবি: সংগৃহীত

হেফাজত ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় করা পরিবারের মামলায় সংগঠনটির বর্তমান আমির জুনাইদ বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাটহাজারী মাদরাসায় যান পিবিআই কর্মকর্তারা। ঘণ্টাখানেক তারা মাদরাসায় অবস্থান করেন।

পিবিআই চট্টগ্রামের পুলিশ পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর বলেন, ‘মামলার দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবারের মতো মামলার তদন্ত কর্মকর্তাসহ পিবিআই কর্মকর্তারা হাটহাজারী মাদরাসায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কয়েকজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে; হালকা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুরো বিষয়ে উনারা বেশ পজিটিভ।’

তিনি বলেন, ‘মাদরাসায় যাওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ ও হেফাজত নেতাদের সঙ্গে পিবিআই কর্মকর্তাদের ইতিবাচক আলাপ হয়েছে। তিনি (জুনায়েদ বাবুনগরী) তদন্তের কাজে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।’

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘পিবিআই থেকে যা জানতে চাওয়া হয়েছে সব প্রশ্নের জবাব হুজুর দিয়েছেন। এরপরও যদি তদন্তের সার্থে কোনো সহযোগিতা করতে হয়, তাহলে তা করা হবে।’

প্রসঙ্গত, কয়েক দশক ধরে চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম বা মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করে আসছিলেন শাহ আহমদ শফী। এর মাঝেই আহমদ শফীর উত্তরসূরি হওয়ার দ্বন্দ্ব চলছিল মাদরাসার নায়েবে মুহতামিম বা সহকারী পরিচালক জুনাইদ বাবুনগরী ও শফীর ছেলে আনাস মাদানীর মধ্যে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত