ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ডিজিটাল হলো চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ০২:২২

ডিজিটাল হলো চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন

বাংলাদেশ সরকারের ‘‘ডিজিটাল বাংলাদেশ” তৈরির লক্ষ্যে ইউপিসেবা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন ডিজিটাল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ডিজিটালাইজেশনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ২০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন ডিজিটাল হলো। যা স্থানীয় সরকার পর্যায়ের জনগণের সেবা মানুষের দোরগোড়ায় নয়, মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হবে।

এ ডিজিটালাইজেশনের ফলে এখন থেকে এসব ইউনিয়নের নাগরিক সেবাসমূহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সনদসমূহ প্রাপ্তির আবেদন এবং গ্রহণ করা যাবে।

বাংলাদেশ জার্নাল/আর
  • সর্বশেষ
  • পঠিত