ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

ছয় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৭:৫২

ছয় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইটের মাপে কারচুপির অভিযোগে পাঁচ ইটভাটাকে পাঁচ লাখ টাকা এবং ছারপত্র না থাকায় আরেকটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের কালামপুর ও বাথুলি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মুনজুর শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাশ বলেন, আমরা ঢাকাসহ আশপাশের ইটভাটাগুলোতে তদারকি করি। তারই ধারাবাহিকতায় আজ ধামরাইয়ে অভিযান চালিয়ে ইটের পরিমাপের কারচুপি থাকায় পাঁচ ইটভাটাকে ৫ লাখ এবং ছাড়পত্র না থাকায় একটি ভাটাকে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোট ছয়টি ভাটাকে ৬ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলসহ ধামরাই থানার পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত