প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৫
রাজধানীতে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজধানীর গুলশানের শাহজাদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
|আরো খবর
নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সাইফুল মগবাজারে কসাইয়ের কাজ করতেন এবং পরিবার নিয়ে থাকতেন শাহজাদপুরে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন সাইফুল। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ জার্নাল/এমএম