ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ০৫:০৩  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২১, ০৫:০৬

সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা
ছবি- প্রতিনিধি

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা খ্যাত সুচিত্রা সেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার পাবনা শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পবক অর্পণ করেন ভারতীয় হাই কমিশনের রাজশাহী অফিসের সহকারী কমিশনার মি. সঞ্জীব কুমার ভাটিসহ অন্য অভ্যাগতরা।

পরে পাবনা প্রেসক্লাবে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো শৈল্পিক মুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে। আগামি প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা। তারা বলেন, সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটি দখলমুক্ত করা হলেও সেখানে এখন পর্যন্ত কিছুই করা হয়নি। বক্তারা অবিলম্বে সুচিত্রা সেনের বাড়িটিতে আর্কাইভ করার দাবি জানান।

১৯৩১ সালের ৬ এপ্রিল বৃহত্তর পাবনা জেলার সেনহাটি গ্রামে নানা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত