প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৪:০৪
হাসপাতালে ভর্তি ১৫
ফরিদপুরে বাস উল্টে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
|আরো খবর
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল টোল প্লাজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রশিদ মোল্লার (৫৮) নাম জানা গেলেও অপর দুই নারীর পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই শেখ মোহাম্মদ কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানান, বাসটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসে। বগাইল টোল প্লাজায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটি উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা উপজেলায় যাচ্ছিল। বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টলপ্লাজার আইল্যান্ডে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত আরও ১৫ জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেআই/এসকে