ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মসিক যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৫:৩৫

মসিক যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে (মসিক) যানজট মুক্ত নগরী গড়তে অটোবাইক মালিক সমিতি, চালক সমিতি ও রিকশাচালক সমিতির নেতৃবৃন্দ, প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উপ-পরিচালক ইঞ্জি. আব্দুল খালেক, মহানগর ট্রাফিক ইনস্পেক্টর মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (সহকারী সচিব) আরিফুর রহমান, মাসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আহসান রাজিব, জনসংযোগ কর্মকর্তা মাহবুল হোসেন রাজিব, লাইসেন্স পরিদর্শক ইফতেখার উদ্দিন, মসিক সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত