প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ২০:২৯
চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বিএনপির হামলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীরর ১৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির কর্মী সমর্থকরা। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ১৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার নেতৃত্বে অন্যান্য মহিলা নেতাকর্মীরা নৌকা ও মিষ্টি কুমড়ার প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে জড়ো হয়। এ সময় ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মহিলা ও ৮ থেকে ১০ জন পুরুষ সমর্থক হামলা ও ভাঙচুর করে।
এ ঘটনায় নৌকা সমর্থিত দুইজন আহন হন। আহতরা হলেন- নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা (৩৫) ও তার ভাইয়ের স্ত্রী ইসরাত জাহান (৩৩)।
হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত নুরুল আলম মিয়ার নির্বাচনী অফিসের ভিতরে ঢুকে নৌকার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।
বাংলাদেশ জার্নাল/কেআই