ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৪০তম বিসিএসের ফলাফলের সিদ্ধান্তে বৈঠক শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৪০  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৩

৪০তম বিসিএসের ফলাফলের সিদ্ধান্তে বৈঠক শুরু

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল নিয়ে বৈঠকে বসেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যরা। বুধবার বিকেল তিনটার দিকে এই বৈঠক শুরু হয়।

জানা যায়, কমিশনের সদস্যরা অনুমোদন দিলে আজই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া ৪৩তম বিসিএসে আবেদনের সময় বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

পিএসসির সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কি না, সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় পরীক্ষা করেন। পুনর্নিরীক্ষণ করার সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নম্বর দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে কি না আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কি না। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়। তৃতীয় পরীক্ষকের থেকে মূল্যায়ণপত্র আসতে দেরি হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত