ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ঘোড়াশাল সার কারখানার আগুন নিয়ন্ত্রণে

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭

ঘোড়াশাল সার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানার আগুন সাড়ে চার ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। নির্মাণ কাজ করার সময় গ্যাল লাইনের পাইপ লিক হয়ে সার কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুক্রবার দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। ফলে এই আগুনের ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আর আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আরো পড়ুন: ঘোড়াশাল সার কারখানায় আগুন

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত