প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৯
প্রিন্ট
ট্রাকচাপায় পিষ্ট অটোরিকশার ৪ যাত্রী
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
|আরো খবর
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দৌলতপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটির সংঘর্ষ হলে চারজন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/কেআই