ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

২৮ লাখ টিকা গৃহীতার ৬৯৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:১০  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:১১

২৮ লাখ টিকা গৃহীতার ৬৯৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতীকী ছবি

সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এদের মধ্যে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো ৬৯৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এরমধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন এবং টিকা নেয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন। এদিন ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৫১ জন আর সিলেট বিভাগে ৭ হাজার ৯৪১ জন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকা দেয়া কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ভ্যাকসিন দেয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত