ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

লালনের কাছে সেনাবাহিনীর কার্ড-ব্যাচ, অথচ ভুয়া

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮

লালনের কাছে সেনাবাহিনীর কার্ড-ব্যাচ, অথচ ভুয়া
ছবি: সংগৃহীত

বগুড়ায় সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ে করতে যাওয়ায় লালন (২৩) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। লালন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার খোকা মিয়া নামে এক সিএনজিচালক শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

খোকা মিয়া জানান, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বগুড়া চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে এক চায়ের দোকানে লালনের সঙ্গে পরিচয় হয়। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের সেনা সদস্য পরিচয় দেন এবং বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে জানান। খোকা লালনকে বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে দেখান। এরপর গতকাল শুক্রবার পরিচয় নিশ্চিত করতে লালনকে সঙ্গে নিয়ে বগুড়া ক্যান্টনমেন্টের মাঝিড়া এমপি চেকপোস্টে নিয়ে তিনি ধরা পড়ে যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর সদস্যরা লালনকে আটক করে শনিবার থানায় খবর দিলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাসদস্যের ভুয়া পরিচয়পত্র, ব্যাচ, পরনের টি-শার্টসহ আনুষাঙ্গিক জিনিষপত্র জব্দ করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে লালনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত