ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গোল্ড মেডেল পেলেন নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১৭:২৪

গোল্ড মেডেল পেলেন নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন

বাংলাদেশ নির্বাচন কমিশনের সাতটি সেবা জনগণের মাঝে শতভাগ নিশ্চিত করায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে গোল্ড মেডেল এবং এক লাখ টাকা সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে।

২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। সচিব হুমাউন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে দেশের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে গোল্ড মেডেল পুরষ্কার দেয়া হয়। তাদের মধ্যে বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিন রয়েছেন। তাকে গোল্ড মেডেল এবং এক লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি বরিশাল অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে মো. আলাউদ্দিন যোগদান করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল নরসিংদীর জেলা কর্মকর্তা হিসেবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত