ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শাল্লায় হামলা: স্বাধীন মেম্বারসহ ৩০ জনের রিমান্ড

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১৫:৫১

শাল্লায় হামলা: স্বাধীন মেম্বারসহ ৩০ জনের রিমান্ড
ছবি- নিজস্ব

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামিকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।

শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে ৫ দিন ও বাকি ২৯ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আবেদীন।

আরও পড়ুন: শাল্লায় গিয়ে সরকারকে দুষলো বিএনপি

এর আগে ভোরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে অভিযান চালিয়ে আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রাঙ্গণে আসামিরা

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩৫ জন গ্রেপ্তার হলেন। তবে পুলিশ অন্য কোনো আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি।

আরও পড়ুন: শাল্লায় আরো তিনজন গ্রেপ্তার, মোট ৩৩

এর আগে গত ১৬ মার্চ রাতে ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে। বিষয়টি ভাইরাল হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওইদিন রাতে তাকে আটক করে। এ ঘটনার জের ধরে ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত