ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

ইয়াবার পথ ধরে মিয়ানমার থেকে আসছে ভয়ঙ্কর ‘আইস’

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২১, ১৩:৪৫

ইয়াবার পথ ধরে মিয়ানমার থেকে আসছে ভয়ঙ্কর ‘আইস’

ইয়াবার পথ ধরে এবার মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে নতুন ধরণের মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি আইসসহ মো. হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আটক হোসেন টেকনাফের নোয়াখালীয়া পাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

এ নিয়ে চলতি মাসে টেকনাফে আইসের দুইটি বড় চালান ধরা হলো। গত ৩ মার্চ টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে দুই কেজি ‘আইস’ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবদুল্লাহ (৩১) নামের এক যুবককে আটকও করা হয় ওইদিন। হ্নীলায় উদ্ধার হওয়া ওই দুই কেজি ‘আইস’ ছিল তখন পর্যন্ত সবচেয়ে বড় চালান। এর আগে ঢাকায় ৬০০ গ্রাম ‘আইস’ উদ্ধার করা হয়েছিল।

সহকারী পুলিশ সুপার ও র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার খবর পেয়ে র‍্যাবের একটি দল উত্তর বড়ইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ হোসেনকে আটক করা হলেও কৌশলে পালিয়ে যায় একজন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ কোটি টাকার আইস মাদক উদ্ধার

পরে হোসেনের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে দুই কেজি আইস পাওয়া যায়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত