ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে গমের বাম্পার ফলন

  ইমরান হোসেন মনিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ১৪:৫১

রাজবাড়ীতে গমের বাম্পার ফলন
ছবি- প্রতিনিধি

রাজবাড়ীতে এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। গত কয়েক বছরের তুলনায় গমের ফলন এ বছর সবচেয়ে বেশি ভালো হয়েছে। ভালো ফলন ও গম ক্ষেতে কোনো ধরণের রোগ-বালাই না হওয়ার কারনে বিঘা প্রতি আগের তুলনায় ফলন বেড়েছে। বাজার দরও অন্যান্য বছরের তুলনায় বেশি।

বিঘাপ্রতি গম আবাদে খরচ বাদে অর্ধেকেরও বেশি লাভবান হওয়ার আশা চাষিদের। কৃষি অধিদপ্তর বলছে, গমের আবাদ কিছুটা কমলেও বিগত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে এবং চাষিরা ভালো লাভবান হবে।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতেই গমের আবাদ হয়ে থাকে। এ বছরও গমের আবাদ করেছেন চাষিরা। ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলাতে গমের আবাদ বেশি হয়েছে। বাকি ৪টি উপজেলাতে পেঁয়াজ ও রসুনের আবাদ বেশি হওয়ার কারণে সেখানে গমের আবাদ কিছুটা কমেছে এ বছর। তবে সব উপজেলাতেই গমের বাম্পার ফলন হয়েছে। গত বছরের চাইতে ৩শ' হেক্টর গমের আবাদ কমলেও ফলন ও বাজার দর ভালো হওয়ায় চাষিরা ভালো লাভবান হওয়ার আশায় আছেন। গত বছর ১১ হাজার ৭৫০ হেক্টর আবাদ হলেও এ বছর কিছুটা কমে ১১ হাজার ৪৫০ হেক্টর আবাদ হয়েছে।

ব্রাম্মনদিয়ার গমচাষি সুজন শেখ ও রজব আলী জানান, এ বছর বেশ কয়েক বিঘা জমিতে গমের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় বেশি লাভবান হবেন বলে আশা করছেন। কারণ হিসেবে বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। সেইসঙ্গে বাজার দরও বেশি।

লাভবান হওয়ার আশা চাষিদের

বীজ, কীটনাশক ও দিনমজুরসহ ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ হলেও বিঘাপ্রতি ৮ থেকে ৯ মণ গম পাবেন বলে জানান চাষিরা। প্রতি মণ গম বর্তমান বাজার দর হাজার টাকারও বেশি, তাই বিঘা প্রতি প্রায় ১০ হাজার টাকা গম বিক্রি করতে পারবেন বলে জানান।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এস এম সহীদ নুর আকবর বলেন, এ বছর গমের আবাদ কিছুটা কমলেও ফলন ভালো হয়েছে। গত বছরের চাইতে হেক্টরপ্রতি ফলন বাড়ার সম্ভবনা রয়েছে। বাজার দর ও ফলন বেশি হওয়ায় চাষিরা অন্য বছরের তুলনায় এ বছর বেশি লাভবান হবেন। চাষিরাও এবার আশাবাদী।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত