ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৬:৫৬

বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ
ফাইল ছবি

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে কারা অধিদপ্তর। তবে টেলিফোনে কথা বলতে পারবেন তারা।

এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিলো।

শনিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা।

মোমিনুর রহমান মামুন বলেন, তবে আগের মতোই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

এফজেড

  • সর্বশেষ
  • পঠিত