ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

শামসুজ্জামান খানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৭:১০

শামসুজ্জামান খানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান দেশের লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। তিনি সফলভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান তাঁর সৃজনশীল কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

পরিবেশমন্ত্রী অধ্যাপক শামসুজ্জামান খান এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, একুশ পদক বিজয়ী অধ্যাপক শামসুজ্জামান খান (৮০) আজ বুধবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ জার্নাল/এসএমআর

  • সর্বশেষ
  • পঠিত