ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন লাখ টাকা জরিমানা

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৩ মে ২০২১, ১৪:৫৮

অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ছয় জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে র‌্যাবের সদস্যরা উপজেলার জামুর্কী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি সোমবার সকাল ১১টায় র‌্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর রাতে জামুর্কী এলাকায় অভিযান চালিয়ে কদমতলী গ্রামের মৃত মাইনউদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন, চাঁনতারা গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মো. আলাউদ্দিন, হরিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মিন্টু, ঘাটাইল পশ্চিমপাড়া গ্রামের মো. সোহেল রানা, ও মো. আ. গফুরের ছেলে মো. আলম হোসেন, বীর ঘাটাইল গ্রামের নিশিকান্ত চৌধুরী গ্রামের নিশিকান্ত গ্রামের উজ্জল চৌধুরীকে আটক করা হয়।

পরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় ছয় জনকে তিন লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত