ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ক্ষতি যে পরিমাণ

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ক্ষতি যে পরিমাণ
সংগৃহীত ছবি।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সারোয়ার।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। আমরা এখন অধিকতর সতর্কতা হিসেবে কিছু কিছু জায়গায় পানি ছিটাচ্ছি। এই মুহূর্তে কোথাও ধোয়া দেখা যাচ্ছে না।

বনের কী পরিমাণ ক্ষতি হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত লতাপাতা বা গুল্ম জাতীয় উদ্ভিদ আগুন পুড়ে গেছে। কোনো মূল্যবান গাছের ক্ষতি আমাদের চোখে পড়েনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু মানুষ গভীর জঙ্গলে ঢুকে মাছ, কাঁকড়া ও মধু সহ নানা সম্পদ সংগ্রহ করে। তাদের অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে সুন্দরবনে। এ অগ্নিকাণ্ডের কারনে বন্যপ্রাণীদের ক্ষতি হতে পারে। তাই সুন্দরবন সুরক্ষায় সবাইকে আরো সচেতন হতে হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সহায় হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গতকাল সোমবার সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগে এ নিয়ে গত ২০ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

প্রসঙ্গত সোমবার বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারানী এলাকায় আগুন লাগে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অর্ধশত বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেন।

আরো পড়ুন

সুন্দরবনে ফের আগুন, জ্বলছে গাছপালা

সুন্দরবনে আগুন, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত