ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মোহনগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০২১, ০৪:৩০  
আপডেট :
 ০৬ মে ২০২১, ০৪:৩৩

মোহনগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি- প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদবিহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে আট প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের কাচারি রোডে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সেবা সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য কাচারি রোডের মোহনগঞ্জ মিষ্টান্ন ভান্ডার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নমিতা ফার্মেসি ও মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি করার দায়ে ছয়টি দোকানে বিভিন্ন পরিমাণে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

এসময় মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং জেলা পুলিশ লাইনের একটি টিম তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত