ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নির্ধারিত সময়ের পরও দোকান খোলা, ১২ ব্যবসায়ীকে জরিমানা

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২১, ১১:৩৪  
আপডেট :
 ০৯ মে ২০২১, ১১:৩৯

নির্ধারিত সময়ের পরও দোকান খোলা, ১২ ব্যবসায়ীকে জরিমানা
ফাইল ছবি।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনে বেঁধে দেয়া নির্দিষ্ট সময় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ভোলায় ১২ ব্যবসায়ীর ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৯টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের কালীনাথ বাজার, মহাজনপট্টি, সদর রোড, চকবাজার, উকিলপাড়া ও বাংলাস্কুল মোড় অভিমান চালায়।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত