ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

ভোররাতে রাজধানীতে এক পশলা বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২১, ০৮:৩১

ভোররাতে রাজধানীতে এক পশলা বৃষ্টি
ছবি: সংগৃহীত

ভোররাতে রাজধানীতে হালকা ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি অঞ্চলেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেসময় তিনি বলেন, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কি.মি. গতিতে রাজধানীতে ভোর সাড়ে ৪টার দিকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় এ বৃষ্টি হবে না।

আবহাওয়াবিদ বলেন, সোমবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর থেকে ঝোড়ো হাওয়াসহ শুরু হওয়া এ বৃষ্টি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় প্রবেশ করেছে। দিনের বেলায় রাজধানীসহ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।

এর আগে সোমবার সকালে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে দেশের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত