ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

আগের গতিতে ইন্টারনেট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২১, ২২:২০  
আপডেট :
 ২৮ মে ২০২১, ২২:২৪

আগের গতিতে ইন্টারনেট
সংগৃহীত ছবি

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আগের গতিতে ফিরেছে ইন্টারনেট।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরেছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে-আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ।

এর আগে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

বিএসসিসিএল জানিয়েছিলো, সংস্কার কাজ চলাকালে ২টি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

অবশ্য বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেছিলেন, গ্রাহকদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে।

প্রসঙ্গত, সংস্কার কাজ করা সাবমেরিন ক্যাবলের নাম এসইএ-এমই-ডব্লিউই-৪। ২০০৫ সালে বাংলাদেশ এটির সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যবহার করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির অনুমতি দেয়।

বিএসসিসিএল ২০১৭ সালে এসইএ-এমই-ডব্লিউই-৫ নামে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত