ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে একদিনে ১০১ জনের করোনা শনাক্ত

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২১, ০৬:১৩

জয়পুরহাটে একদিনে ১০১ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে ৮ দিনে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৪০২ জনে দাঁড়াল।

এদিকে করোনায় পাঁচবিবি উপজেলার মোকলেমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধা বগুড়ার টিএমএস হাসপাতালে ও আক্কেলপুর উপজেলার পশ্চিম মাতাপুর গ্রামের আবুল কালাম আজাদ বগুড়া সিএমএইচ হাসপাতালে মারা গেছেন।

বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন এবং জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ২৭৮ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এসব তথ্য জানিয়েছেন।

জয়পুরহাট সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জয়পুরহাটে এ পর্যন্ত ১৬ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত