ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

শ্রেণিকক্ষে ‘সুড়ঙ্গ’, উদ্দেশ্য ব্যাংক ডাকাতি!

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২১, ১৭:১৭

শ্রেণিকক্ষে ‘সুড়ঙ্গ’, উদ্দেশ্য ব্যাংক ডাকাতি!
শিক্ষাপ্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে খোঁড়া হয়েছে এই সুড়ঙ্গটি।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। বন্ধ প্রতিষ্ঠানটিতে খেলতে গিয়ে স্থানীয় কিশোরদের নজরে আসে সুড়ঙ্গটি। এরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল উপজেলার ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসাটি। মাদ্রাসার মাঠে স্থানীয় কিশোররা খেলাধুলা করতো। গত সোমবার মাদ্রাসাটির একটি কক্ষে সুড়ঙ্গটি তাদের চোখে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদ্রাসাটির পাশে অবস্থিত জায়গীরহাট সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসায় ডাকাতদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

মঙ্গলবার এ প্রসঙ্গে সোনালী ব্যাংক জায়গীরহাট শাখার ম্যানেজার সামিউল হাসান গণমাধ্যমকে বলেন, ‘একতলা ভবনে অবস্থিত ব্যাংকটি। পাশেই মাদ্রাসাটি। গতকাল ওই মাদ্রাসাটির একটি কক্ষে সুড়ঙ্গ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি জানার পর ব্যাংককে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

স্থানীয়রা জানায়, মাদ্রাসাটি বন্ধ থাকায় স্থানীয় কিশোররা মাঠে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায়। সেটি আনতে গিয়ে এক কিশোরের চোখে পড়ে সুড়ঙ্গটি। পরে বিষয়টি সে অন্যদেরকে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকির হোসেন বলেন, ‘আর কিছুদিন খুঁড়লেই ব্যাংক পর্যন্ত চলে যেত সুড়ঙ্গটি। যেতে পারলেই বড় ধরণের ডাকাতির ঘটনা ঘটতো। এখন সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত