ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বাজেটে শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১৫:৩৯  
আপডেট :
 ১৭ জুন ২০২১, ১৫:৪২

বাজেটে শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি
ছবি- প্রতিনিধি

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক কমরেড মোশারেফ হোসেন নান্নু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ খেতমজুর কমিটির বরিশাল জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহ্ আজিজুর রহমান খোকন প্রমুখ।

বক্তারা ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত