ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

খুলনায় একদিনে রেকর্ড ২২ মৃত্যু

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৫:৪৯  
আপডেট :
 ১৯ জুন ২০২১, ১৫:৫১

খুলনায় একদিনে রেকর্ড ২২ মৃত্যু
সংগৃহীত ছবি

করোনাভাইরাসে খুলনা বিভাগে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এতথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭, খুলনা জেলার ৩, সাতক্ষীরার ৪, যশোরের ৩, চুয়াডাঙ্গায় ২, মেহেরপুরে ২ ও ঝিনাইদহের একজন রয়েছেন।

এর আগে এই বিভাগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়।

বিভাগটিতে এখন পর্যন্ত করোনায় মোট ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১২৬ জন।

এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় খুলনায় মঙ্গলবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন চলাকালে খুলনা নগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত