ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ফোন করলেই ফ্রি অক্সিজেন দেবে পুলিশ

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৬:৫০

ফোন করলেই ফ্রি অক্সিজেন দেবে পুলিশ
ছবি- প্রতিনিধি

উত্তরের সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় গত কয়েক সপ্তাহ থেকে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ। এমন পরিস্থিতিতি শুধুমাত্র ফোন করলেই গরীব-অসহায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেবে পুলিশ।

শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ ড্রিলশেডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

পুলিশ সুপার জানান, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সঙ্কট থেকে তাদের রক্ষা করতে পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।

০১৭৩৭৫৯৯৬৬৬ নাম্বারে ফোন দিলেই জেলার যে কোনো প্রান্তে রোগীদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

এ কার্যক্রমের উদ্বোধন শেষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষাসামগ্রী তুলে দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইসতিয়াক আলমসহ অন্যান্যরা।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত এক সপ্তাহে ৪২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক এর উপরে। এর মধ্যে জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় চলছে কঠোর বিধিনিষেধ।

এদিকে সংক্রমণ বাড়ায় কালাই পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত