ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মনোহরদীতে ভুয়া দাঁতের চিকিৎসককে জরিমানা

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১৮:৪৬

মনোহরদীতে ভুয়া দাঁতের চিকিৎসককে জরিমানা

মনোহরদীতে এক ভুয়া দাঁতের চিকিৎসককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। একই অভিযোগে শনিবারও একটি মোবাইল কোর্ট এক ভুয়া দাঁতের চিকিৎসককে জরিমানা করেছে।

রোববার দুপুরে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাশেম পরিচালিত একটি মোবাইল কোর্ট থেকে এ জরিমানা আদায় হয়।

কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের ভূইয়া ডেন্টাল হোমের চিকিৎসক ডা: সামিরা হাসান (লাইলী) মোবাইল কোর্টকে চিকিৎসক হিসেবে তার যথাযথ সনদ দেখাতে ব্যর্থ হন। ফলে ভুয়া ডাক্তার হিসেবে তাকে ৩০ হাজার টাকার অর্থ দণ্ড করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ জার্নালকে খবরটি নিশ্চিত করেছেন।

একই রকম অভিযোগে গতকাল শনিবার মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম পরিচালিত একটি মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাবতলী বাজারের দাঁতের চিকিৎসক ডা: মোবারককে ৩০ হাজার টাকার অর্থ দণ্ড করা হয়।

বাংলাদেশে জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত