ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘হিরো আলমের’ দাম উঠেছে ১২ লাখ

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১১:৫৭

‘হিরো আলমের’ দাম উঠেছে ১২ লাখ

নাম তার ‘হিরো আলম’। ওজন ১২৮০ কেজি (৩১ মণ)। লম্বায় সাড়ে ৮ ফুট আর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। এবারের কোরবানির ঈদে ৪ বছর বয়সি এই ফ্রিজিয়ান জাতের ষাঁড়টিকে তোলা হবে হাটে। ইতোমধ্যে দাম উঠেছে ১২ লাখ।

হিরো আলমের মালিক টাঙ্গাইলের জয়নব বেগম। তিনি দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী।

জয়নব বেগম প্রতি বছরের মতো এবারও ঈদে বিক্রির জন্য ৩টি গরু প্রস্তুত করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় হিরো আলম। প্রায় দেড় বছর আগে এই ষাঁড়টি তিনি পাবনা থেকে সাড়ে ৩ লাখ টাকায় কেনেন। এরপরই তিনি ষাঁড়টির নামকরণ করেন ‘হিরো আলমের’ নামে। ঢাকার অন্যতম গাবতলী পশুর হাটে বিক্রির জন্য ষাঁড়টি উঠানো হবে।

‘হিরো আলম’ নামকরণ প্রসঙ্গে খামারি জয়নব বেগম বলেন, অনেকেই গরুর নাম রাখেন শাকিব খান, ডিপজল, সুলতান, সিন্দবাদ, রতন, রাজা-বাদশা, খোকাবাবু, মানিক। এজন্য আমিও নাম রেখেছি ‘হিরো আলম’। হিরো আলম এখন অনেক জনপ্রিয়। আমার গরুটিও উপজেলার মধ্যে সবচেয়ে বড়। এজন্য হিরো আলমের নামেই ষাঁড়টির নাম রেখেছি। আমরা সবাই ষাঁড়টিকে ‘হিরো আলম’ বলেই ডাকি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত