ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় একদিনে আরো ৮ মৃত্যু

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১১:১০

চুয়াডাঙ্গায় একদিনে আরো ৮ মৃত্যু

চুয়াডাঙ্গায় গত একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩ জনে।

একই সময়ে ৫৪ নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮১.৪৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২০৯ জনে। এছাড়া নতুন ৩৪ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরো বলেন, হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বর্তমানে অক্সিজেনের চাহিদা বেড়েছে। প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার লিটার অক্সিজেন লাগছে। তবে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত