ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ২০:৪৭

নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা

প্রতিবন্ধী শিশুদের টিভি নাটকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, 'ঘটনা সত্য' নামক একটি টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদের বাবা-মায়ের পাপের কর্মফল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, তাদের পরিবার ও বাবা-মাকে মানসিকভাবে আঘাত করা হয় এবং মানুষের প্রতিবন্ধিতা সম্পর্কে এক ধরনের কুসংস্কার সমাজে ছড়িয়ে দেওয়া হয়। ঈদের বিনোদনমালায় এ ধরনের মিথ্যা, পশ্চাৎপদ চিন্তাভাবনার নাটক প্রচারে মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সংগঠনের নেতারা ভবিষ্যতে এ ধরনের নাটক লেখা, নির্মাণ ও প্রচারের সময় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে বিবৃতিতে গণমাধ্যম এ ধরনের কুসংস্কার ও অবৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উস্কে দেওয়া থেকে বিরত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত