ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইসহ তিনজনের

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৯:২৫

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইসহ তিনজনের
ছবি- প্রতিনিধি

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ চেষ্টা চালিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকায় ঢলের পানিতে মাছ ধরতে যায় একই গ্রামের মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)। টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানিতে স্রোতের টানে তারা তলিয়ে যায় তারা। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রামু ফায়ার স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, প্রবল বর্ষণ ও ঢলের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসে। অবশেষে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে দুই ভাইসহ নিখোঁজ ৩

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত