ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় প্রাণ গেল বাবা-ছেলের

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২২:১৩

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় প্রাণ গেল বাবা-ছেলের

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ২২ জুলাই প্রথমে ছেলে এবং ২৩ জুলাই বাবা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সৈয়দ চৌধুরী (৮০) মারা যান। এর ১২ ঘণ্টা পরই আজ বুধবার সকাল ৯টার দিকে ছেলে মো. আলমগীর (৩৫) মারা যান।

পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন হারুনুর রশিদ জানান, করোনা এভাবে একসাথে বাবা-ছেলেকে কেড়ে নেবে, তা ভাবতে পারছি না। তাদের মৃত্যুতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসেন আরা বেগম বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বুধবার বেলা ১১টার দিকে আবু সৈয়দের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতা করে গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশন। আছরের সময় আলমগীরের জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত